জুনেই ঢাকা-ভাঙ্গা রেল চলাচলের ঘোষণা : রেলমন্ত্রী
মাদারীপুরের শিবচরের পদ্মা রেলসেতুর কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে শিচরের পদ্মা রেলসেতুতে রেল ট্রাক কার নিয়ে অগ্রগতি পরিদর্শনকালে রেলমন্ত্রী বলেছেন, এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ৭৩শতাংশ। জুনের মধ্যে ঢাকা-ভাঙ্গা রেল চলাচল শুরু হবে।
তিনি আরো বলেন, ভাঙা পর্যন্ত রেললাইন ছিলো, তার সাথে কানেক্ট করতে পারলে পদ্মা সেতু রেল চলাচলের জন্য উপযোগী করতে পারবো। ভাঙা থেকে মাওয়া পর্যন্ত কাজ শেষ হয়েছে। আর ভাঙা থেকে যশোর পর্যন্ত ৬০ ভাগ কাজ শেষ হয়েছে, আর এই অংশটিতে (ঢাকা থেকে মাওয়া) ৬৯ ভাগ পর্যন্ত কাজ শেষ হয়েছে।
এসময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনসহ কর্মকর্তাদের সাথে নিয়ে রেল ট্রাক কারে চড়ে পদ্মা রেল সেতুর নির্মিত প্রায় দেড় কিলোমিটার অংশ আসেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পদ্মা সেতু রেল প্রকল্পের ডেপুটি প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম, প্রকল্প পরিচালক আফজাল হোসেন, প্রকল্প ম্যানেজার ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমাদসহ অন্যান্যরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন