জুলাই অভ্যুত্থনের বর্ষপুর্তি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের যত কর্মসূচি

জুলাই অভ্যুত্থান ২০২৪ প্রথম বার্ষিকী উদযাপন করতে বৃক্ষরোপণ কর্মসূচি, আগস্ট সংগ্রহশালা, আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনসহ নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
সোমবার (৮ জুন) জুলাই ১ম বার্ষিকী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহিনুজ্জামান, যুগ্ম আহ্বায়ক এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম, সদস্য সচিব ও ও উপ রেজিস্ট্রার শরীরচর্চা ও শিক্ষা বিভাগের জনাব মোঃ মাছুদুল হক তালুকদারের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে জানানো হয়।
কর্মসূচি সমূহ হলো ২ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৫ লাল ব্যাচ পরিদান, আহতদের মাঝে চেক হস্তান্তর, কেন্দ্রীয় মসজিদে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন।
১৬ জুলাই ইবি ল্যাব এন্ড স্কুলের ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্গন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের গ্রাফিটি ও রচনা প্রতিযোগিতা, ২৯ জুলাই আগস্ট সংগ্রহশালা উদ্বোধন, ২ আগষ্ট থেকে ৪ আগস্ট জুলাই ডকুমেন্টারী প্রদর্শন, ৩ আগস্ট শহীদ পরিবারের সাথে মতবিনিময়, স্মরনীকার মোরক উন্মোচন, লাল সবুজ আলোকসজ্জায় সজ্জিত করণ, ৪ আগস্ট ফুটবল মাঠে আতশবাজি, ৫ আগষ্ট শোভাযাত্রা আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঘোষিত প্রজ্ঞাপন অনুসারে আহতদের মাঝে চেক হস্তান্তর, কেন্দ্রীয় মসজিদে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন