জুলাই গণঅভুত্থান দিবসে সিলেটের বিশ্বনাথে উপজেলা-পৌর বিএনপির বিজয় র্যালী

জুলাই গণঅভুত্থান দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) পৌরসভার নতুন বাজার এলাকাস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে র্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
র্যালী শেষে নতুন বাজার এলাকাস্থ প্রবাসী চত্বরে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোনায়েম খানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, গত বছরের ওই দিনে দেশের ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ছিলেন ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা’সহ আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা। আর এখন বিদেশে বসে বসে তারা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বক্তারা আরো বলেন, দেশের কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের অপচেষ্ঠা করছে। যদি তাদের মদদে সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করে, তাহলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দেশের সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে কঠোর হস্তে দমন করা হবে।
সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়নের জন্য আগামী নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাকে বিপুল ভোটে নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগৗ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন