জুলাই গণঅভ্যুত্থানে নিহত আব্দুল্লাহ’র বাড়িতে বিএনপির ঈদ উপহার

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত বেনাপোলের কৃতি সন্তান শহীদ আব্দুল্লাহ’র পরিবারের নিকট ঈদের উপহার সামগ্রী পৌঁছে দেন শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপি’র নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে বেনাপোল বড়আঁচড়া গ্রামে শহীদ আব্দুল্লাহ’র বাড়িতে যেয়ে পরিবারের নিকট ঈদের উপহার সামগ্রী পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তফা কামাল মিন্টু, শার্শা উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: নাসিম জামান রিফাত, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।
ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার বলেন, ‘আমার সন্তান ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজে লেখা পড়া করতো। আশা ছিল ছেলে লেখাপড়া শেষ করে একটা চাকরী করে আমাদের শেষ বয়সে দেখাশোনা করবে।
সে আশা পূরন হলো না। তাঁর মৃত্যুর পর আমাদের সংসারে উপার্জনক্ষম আর কেউ নেই। বর্তমানে তিন সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছি। আমি সরকারের কাছে আর্থিক সহায়তার পাশাপাশি সন্তান হত্যার ন্যায়বিচার চাই।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















