জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঠবাড়িয়ায় ২ শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঠবাড়িয়া উপজেলার দু’জন শহীদ আবু জাফর হাওলাদার এবং মামুন খন্দকার বিপ্লবের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম খান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সমাজসেবা অফিসার মোঃ ইকবাল কবির,মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শফিকুল আলম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং শহীদ পরিবারের সদস্যবর্গ।

শহিদ আবু জাফর বাদশা ১ নং তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে এবং শহিদ মামুন খন্দকার ৭ নং বেতমোর রাজপাড়া ইউনিয়নের বেতমোর রাজপাড়া গ্রামের মৃত মজিবর খন্দকারের ছেলে।জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হন তারা।