জুলাই শহীদ সাব্বিরের কবর জিয়ারত করলেন ইবি বৈবিছাআর নেতৃবৃন্দ

জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিত শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৯ টায় ঝিনাইদহের চড়িয়ার বিলে নিজ বাড়িতে অবস্থিত সাব্বিরের কবর জিয়ারত করেন তারা। এসময় তারা শহীদ পরিবারের সাথে কথা বলেন। তাদের খোজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবির প্রদান সমন্বয়ক এস এম সুইট, সহ- সমন্বয়ক তানভীর মন্ডল, গোলাম রাব্বানী, ইয়াশিরুল কবির সৌরভসহ অন্যান্যরা।
এসময় সন্তানের কথা বলতে গিয়ে তার মা রাশিদা খাতুন বলেন, ‘সেদিন দুপুরে আমার এমনি এমনি কান্না আসতিছিলো। আমি তো জানতিছিলাম না আমার মনি ওই সময় দুনিয়া থেকে চলে গেছে। পরে বিকালের দিকে একজন আসে আমাক কইলো সাব্বিরের মা, তোমার সাব্বির তো পুলিশের গুলিতে মারা গেছে। অনেকেই আসে দেখা করতে, খালি আমার মনিই আসে না’
উল্লেখ্য, শহীদ সাব্বির ১৮ জুলাই উত্তরায় ছাত্র-জনতার অভ্যুত্থানে মার যান। তার বাড়ি ঝিনাইদহ জেলার চড়িয়ার বিল এলাকায়। তার পিতার নাম আমোদ আলী।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন