জেএসসি-জেডিসিতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে
গত বছরের তুলনায় এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা দুটোই কমেছে।
এবার জেএসসি-জেডিসিতে মোট ২৪ লাখ ৮২ হাজার ৩৪২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২০ লাখ ১৮ হাজার ২৭১ জন। শতাংশের হিসাবে এ হার ৮৩ দশমিক ৬৫।
গত বছরের তুলনায় এ হার কমেছে ৯ দশমিক ৪১ শতাংশ। এর মধ্যে শুধু জেএসসিতে পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ আর জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ।
গত বছর জেএসসি ও জেডিসিতে গড় পাসের হার ছিল ৯৩ দশমিক ০৬ শতাংশ। শতাংশের দিক থেকে যা কমেছে ৯ দশমিক ৪১।
আজ (শনিবার) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এমনটাই দেখা গেছে। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এদিকে পাসের হারের সঙ্গে এ বছর জেএসসি-জেডিসিতে ৫৫ হাজার ৯৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ কম পেয়েছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৪ হাজার ৩৯৭ জন। ২০১৬ সালে এ সংখ্যা ছিল দুই লাখ ৪৭ হাজার ৫৮৮ জন।
এর মধ্যে জেএসসিতে এক লাখ ৮৪ হাজার ৩৯৭ এবং জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ২৩১ জন শিক্ষার্থী। দুই পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৯১ হাজার ৬২৮ জন শিক্ষার্থী।
ফলাফলে দেখা যায়, এবার কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫৯টি। গতবারের থেকে এ বছর শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৩১টি। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচ হাজার ২৭৯টি। গতবার এ সংখ্যা ছিল ৯ হাজার ৪৫০।
উল্লেখ্য, গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়য়। যা শেষ হয় ১৮ নভেম্বর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন