জেএসসি-জেডিসিতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

গত বছরের তুলনায় এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা দুটোই কমেছে।

এবার জেএসসি-জেডিসিতে মোট ২৪ লাখ ৮২ হাজার ৩৪২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২০ লাখ ১৮ হাজার ২৭১ জন। শতাংশের হিসাবে এ হার ৮৩ দশমিক ৬৫।

গত বছরের তুলনায় এ হার কমেছে ৯ দশমিক ৪১ শতাংশ। এর মধ্যে শুধু জেএসসিতে পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ আর জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ।

গত বছর জেএসসি ও জেডিসিতে গড় পাসের হার ছিল ৯৩ দশমিক ০৬ শতাংশ। শতাংশের দিক থেকে যা কমেছে ৯ দশমিক ৪১।

আজ (শনিবার) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এমনটাই দেখা গেছে। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এদিকে পাসের হারের সঙ্গে এ বছর জেএসসি-জেডিসিতে ৫৫ হাজার ৯৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ কম পেয়েছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৪ হাজার ৩৯৭ জন। ২০১৬ সালে এ সংখ্যা ছিল দুই লাখ ৪৭ হাজার ৫৮৮ জন।

এর মধ্যে জেএসসিতে এক লাখ ৮৪ হাজার ৩৯৭ এবং জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ২৩১ জন শিক্ষার্থী। দুই পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৯১ হাজার ৬২৮ জন শিক্ষার্থী।

ফলাফলে দেখা যায়, এবার কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫৯টি। গতবারের থেকে এ বছর শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৩১টি। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচ হাজার ২৭৯টি। গতবার এ সংখ্যা ছিল ৯ হাজার ৪৫০।

উল্লেখ্য, গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়য়। যা শেষ হয় ১৮ নভেম্বর।