জেটি ভেঙে ঢুকে পড়ল ৬৫ হাজার টন ওজনের জাহাজ!

হঠাৎ করেই বন্দরে ছড়িয়ে পড়ল আতঙ্ক। জাহাজের যাত্রী আর সৈকতে ঘুরে-বেড়ানো মানুষ সবাই চিৎকার-চেঁচামেচি শুরু করলেন। বিশাল এক জাহাজ ক্যারিবিয়ান বন্দরে জেটি ভেঙে ঢুকে পড়ল। পুরো ৬৫ হাজার টন ওজনের একটি ক্রুজ শিপ যদি জেটি ভেঙে ঢুকতে থাকে, তখন আশপাশের মানুষের কী অবস্থা হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

এমএসসি আর্মোনিয়া ক্রুপ শিপটি হন্ডুরাসের ইসলা রোয়াটান বন্দরে ভিড়ছিল। আর ওখানেই নিয়ন্ত্রণ হারান কাণ্ডারী। পরে জেটির এক অংশে আঘাত করে।

ওই ক্রুজ লাইনের এক মুখপাত্র বলেন, এমন ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে তদন্ত চালানো হবে। জাহাজটি তার কোর্স থেকে ছিটকে পড়ে এবং জেটির মধ্যে ঢুকে পড়ে। ডকে আঘাত করার মুহূর্তে অবশ্য শেষ প্রচেষ্টা চালান জাহাজের ক্রু-রা। তারা দুটো নোঙর নামিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।

কেউ কোনো আঘাত পেয়েছেন বলে খবর মেলেনি। তবে এবিসি নিউজ জানায়, ডকের একটি অংশ ভেঙে গেছে।

সৈকতে দাঁড়িয়ে অবশ্য একজন ঘটনার ভিডিও করতে সক্ষম হয়েছেন। জাহাজটি ডক ভাঙছে- এমন দৃশ্য মুহূর্তে ক্যামেরায় তোলা কঠিন বটে। প্রত্যক্ষদর্শীরা অনেকে ভয়ে দৌড় দিয়েছেন। ভীতিকরই বটে। দানব এক জাহাজ তাদের দিকে দৌড়ে আসছে।

অবশ্য জাহাজের খুব বেশি ক্ষতি হয়নি। ইতিমধ্যে মেরামতও হয়ে গেছে। ২০০১ সালে বানানো হয় এমএসসি আরমোনিয়া। এ জাহাজে ২৭০০ জন যাত্রী এবং ৭০০ জন ক্রু ধরে।

সূত্র : হিন্দুস্তান টাইমস