জেলহত্যা দিবসে বঙ্গবন্ধুসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের শ্রদ্ধা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/shradda-gouripur-2-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জাতীয় জেলহত্যা দিবসে ময়মনসিংহের গৌরীপুরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সন্তানরা।
শুক্রবার (৩ নভেম্বর) বেলা ১১ টায় স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুর বিশ্বস্থ সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ, এইচএম কামরুজ্জামান, ক্যাপ্টেন এম মনসুর আলীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
এ কর্মসূচীতে অংশগ্রহন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ইউএনও ফৌজিয়া নাজনীন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ, মোঃ আব্দুর রহিম, মোঃ নাজিম উদ্দিন, তোফাজ্জল হোসেন, ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, আব্দুল খালেক, প্রদীপ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধার সন্তান এডভোকেট নিলুফার আনজুম পপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সংগঠনের পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার, সংগঠনের নেতা একেএম বাহারুল হক বাহার, আব্দুল হান্নান, বিল্লাল হোসেন, মজিবুর রহমান, সুপক রঞ্জন উকিল, রফিকুল আমিন স্বপন, রাজিবুল হক, ফারুক মিয়া, ইসমত আরা প্রমুখ।
পরে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দোয়া অনুষ্ঠিত হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন