জেলের জালে ধরা পড়েছে ৪ মণ ওজনের ডলফিন
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে ধরলা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় চার মণ ওজনের জীবিত একটি ডলফিন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মোগলহাট ইউনিয়নের ভারতীয় সীমান্তের গ্রুপ মণ্ডল এলাকায় ধরলা নদীতে ডলফিনটি জালে ধরা পড়ে।
স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্ত ঘেঁষা গ্রুপ মণ্ডল এলাকায় ধরলা নদীতে মাছ ধরতে জাল ফেলে স্থানীয় জেলারা। এ সময় জালে আটকা পড়ে বিশাল আকারের একটি ডলফিন। খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা ডলফিনটি দেখতে ভিড় জমায়। পরে জেলেরা ডলফিনটিকে ফুলবাড়ি উপজেলার বালারহাটে বিক্রির জন্য নিয়ে যান।
ডলফিনটি দেখতে আসা অ্যাডভোকেট সাব্বির বিথী ফয়সাল জানান, প্রায় চার মণ ওজনের ডলফিনটি দেখতে এসে স্থানীয়রা সবাই মিলে এটি কিনতে চেয়েছিলেন। কিন্তু জেলারা বালারহাটে তাদের নিজেস্ব ক্রেতা রয়েছে বলে বিক্রি করেননি।
এ বিষয়ে মোগলহাট ইউনিয়নে চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব সত্যতা নিশ্চিত করেন বলেন, ডলফিনটি আটকের পরে জেলেরা কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় নিয়ে যান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন