মন্ত্রণালয়ের মাইক্রোবাস থেকে ১৮০ কেজি গাঁজা জব্দ!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/09/Brahmanbaria_news_home.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ১৮০ কেজি গাঁজাসহ জ্বালানি মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।
এ সময় গাঁজা পাচারের অভিযোগে মাইক্রোবাসটির চালকসহ তিনজনকে আটক করা হয়।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কাইয়ূমপুর ইউপির কামালপুর থেকে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন, কুমিল্লার দেবিদ্বারের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. রিপন (২৪), কসবার কামালপুরের চুন্নু মিয়ার ছেলে জাকির হোসেন (২০) ও নরসিংদীর রায়পুরার আবুল হোসেনের ছেলে গিয়াস (২২)।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মৃনাল দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাইয়ূমপুর ইউপিতে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানকালে জ্বালানি মন্ত্রণালয় তিতাস গ্যাস প্রকল্পে নিয়োজিত স্টিকারযুক্ত একটি মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো-চ-১৫-৯৮০২) কামালপুর হাজি মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের সড়ক দিয়ে গ্রামের ভেতর থেকে বের হতে দেখে পুলিশ সদস্যরা।
এ সময় সেটি জব্দ করে তল্লাশিকালে উক্ত পরিমাণ গাঁজা পাওয়া যায়। পরে মাইক্রোবাসটির চালকসহ ওই তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মৃনাল দেবনাথ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন