জয়ী হয়ে যা বললেন টিউলিপ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/tulipsiddiq2-20170609095855.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে দ্বিতীয়বারের মতো জয়ী হয়ে বঙ্গবন্ধুর নাতনী ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক বলেছেন, ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর ব্যাপারে সমঝোতার দিকে নজর রাখবেন তিনি।
জয় পরবর্তী এক বক্তৃতায় তিনি আরও বলেন, হ্যাম্পস্টেড ও কিলবার্নের মুখপাত্র হয়ে ওয়েস্টমিনিস্টারে কথা বলবেন তিনি।
১০ হাজার ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো নির্বাচনে জয়ী হয়েছেন টিউলিপ। যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি।
গতবারও যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ওই আসন থেকে লড়েছিলেন এবং জয়লাভ করেছিলেন টিউলিপ। গতবার এই আসন থেকে জিতেছিলেন এক হাজার ১৩৮ ভোটের ব্যবধানে।
ব্রেক্সিট ইস্যুতে আয়োজিত গণভোটে ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দিলে পদত্যাগ করেন ডেভিড ক্যামেরন। এরপর টেরেসা মে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আসেন।
আগাম নির্বাচনের বিরুদ্ধে বারবার বক্তব্য দিয়ে আসলেও ১৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন