জয়ের পথে বাংলাদেশ
ব্যাট হাতে অর্ধশতক হাঁকানোর পর এবার বল হাতেও ভেল্কি দেখাচ্ছেন সাকিব আল হাসান। ওপেনার রহমত শাহকে নিজের প্রথম ওভারেই তুলে নিয়ে শুরু করেছিলেন। এরপর ক্রিজে সেট হয়ে যাওয়া অধিনায়ক গুলবাদিন নাইবকেও ফেরান। একই ওভারে তুলে নেন অভিজ্ঞ মোহাম্মদ নবীকেও। মাঝে হাশমতুল্লাহ শহিদীকে নিজের শিকারে পরিণত করেন মোসাদ্দেক।
ফলে শতক পুরতে না পুরতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে আফগানিস্তান। ওভার যেভাবে কমে আসছে সঙ্গে বেড়েই চলেছে জয়ের জন্য ওভারপ্রতি রানরেট।
স্কোর:
আফগানিস্তান ১০৮/৪ (২৯.১)
গুলবাদিন নাইব ৪৭ (৭৫)
রহমত শাহ ২৪ (৩৫)
হাশমতুল্লাহ শহিদী ১১ (১১)
আসগর আফগান ১৫* (২৯)
মোহাম্মদ নবী ০ (২)
সামিউল্লাহ সেনওয়ারি ২* (৩)
বল হাতে নিয়েই স্বস্তি ফেরালেন সাকিব
আফগানিস্তানের দুই ওপেনার দাঁড়িয়ে যাচ্ছিলেন। দলকে ভালো একটু শুরু এনে দিয়ে ভয় ধরাচ্ছিলেন টাইগার শিবিরে। মাশরাফি-মোস্তাফিজ-সাইফুদ্দিনের পেসে ঠিক সফলতা আসছিল না।
প্রথম পাওয়ার প্লে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাকিবকে বলে নিয়ে আসেন মাশরাফি। আর তাতেই মেলে সফলত। ১১তম ওভারে প্রথম বল করতে এসেই তুলে নেন ওপেনার রহমত শাহকে।
স্কোর:
আফগানিস্তান ৪৯/১ (১০.৫)
গুলবাদিন নাইব ১৬* (৩০)
রহমত শাহ ২৪ (৩৫)
হাশমতুল্লাহ শহিদী ০* (০)
বাংলাদেশ ২৬২/৭ (৫০)
লিটন দাস ১৬ (১৭)
তামিম ইকবাল ৩৬ (৫৩)
সাকিব আল হাসান ৫১ (৬৯)
মুশফিকুর রহিম ৮৩ (৮৭)
সৌম্য সরকার ৩ (১০)
মাহমুদুল্লাহ রিয়াদ ২৭ (৩৮)
মোসাদ্দেক হোসেন ৩৫ (২৪)
মোহাম্মদ সাইফুদ্দিন ২* (২)
বোলার
মুজিব-উর রহমান ১০-০-৩৯-৩
দৌলত জাদরান ৯-০-৬৪-১
মোহাম্মদ নবী ১০-০-৪৪-১
গুলবাদিন নাইব ১০-১-৫৬-২
রশিদ খান ১০-০-৫২-০
রহমত শাহ ১-০-৭-০
টার্গেট ২৬৩।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন