জয়ের পর হুইলচেয়ার ছেড়ে হেঁটে বের হলেন মমতা
ভোটে জয়ী হয়ে হুইলচেয়ার ছেড়ে হেঁটে বাড়ি থেকে বের হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট গণনার শুরুতে নন্দীগ্রামে পিছিয়ে থাকলেও শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই হাসি ফুটলো। তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকে ১২০০ ভোটে পরাজিত করলেন তিনি। আর ভোটে জয়ী হওয়ার পর হুইলচেয়ার ছেড়ে হেঁটে বাড়ি থেকে বের হন তৃণমূল সুপ্রিমো।
রবিবার সকাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল গণনা শুরু হয়। ২৯৪টি আসনের মধ্যে ভোট হয়েছে ২৯২ আসনে। বাকি দুটি আসনে ১৬ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তৃণমূল কংগ্রেস ২১২টি, বিজেপি ৭৭টি, সংযুক্ত বাম মোর্চা একটি ও অন্যান্যরা দুটি আসনে জয়ের পথে রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন