ঝরনা দেখতে গিয়ে পাহাড়ধসে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
কক্সবাজারের হিমছড়িতে ঝরনা দেখতে এসে পাহাড়ধসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির আলম রিদওয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাকেটিং বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি রাজধানীর উত্তরায়।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণে এসেছেন পাঁচজন। তারা দরিয়ানগর রংধনু ঝরনায় গোসল করার সময় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে সাব্বির আলম মৃত্যু হয় এবং আহত হয় তিনজন।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন