ঝালকাঠিতে কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ২ জন নিহত
বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি নামক স্থানে পন্যবাহী কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সোয়া ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার পুর্ব রাজাপুর গ্রামের আলী হায়দার হোসেন মহারাজ এবং আংগারিয়া গ্রামের আনোয়ার হোসেন শাহিন। এদের মধ্যে শাহিন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। দু’জনেরই বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে।
দুর্ঘটনার পর থেকে প্রায় ঘন্টাব্যাপী রাজাপুর-বেকুটিয়া সড়কে যান চলাচল বন্ধ ছিলো। পরে থানা পুলিশের সহায়তায় যান চলাচল শুরু হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুই জনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় বসুন্ধরা গ্রুপের গ্যাস সিলিন্ডার বহনকারী কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন