ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধে নারীসহ তিনজনকে কুপিয়ে জখম
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/03/1_20230305_092604_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওরা বুনিয়া ইউনিয়নের পূর্ব ছিটকি গ্রামে শনিবার (৪ মার্চ) বিকেলে জমি নিয়ে বিরোধে তিনজনকে কুপিয়ে মারাত্মক যখন করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিবরনে জানা যায় ফিরোজ মীর বাড়ির পুকুরে পাকা ঘাট নির্মাণ কাজ শুরু করলে কাশেম মীর এতে বাধা দেয়। তর্কবিতর্কের এক পর্যায়ে আবুল কাশেম মীর (৪২),আবুল বাসার মীর (৩৮) উভয় পিতা: মৃত বজলুর রহমান মীর, আবুল খায়ের (৪০), পিতা: জাহাঙ্গীর মীর, সর্ব সাং: পূর্ব ছিটকী একত্রিত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তিন জনকে মারাত্মক জখম করা হয়। আহতরা হলেন, ফিরোজ মীর (৬৫), পিতা: মৃত তোজম্বর মীর, রেক্সোনা(৩৫), পিতা: ফিরোজ মীর, উভয় সাং: পূর্ব ছিটকী, কাঠালিয়া, মনির হাওলাদার (৪০), পিতা: আমান হাওলাদার, সাং: ছোট কৈখালী।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন