ঝালকাঠিতে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/IMG_20221024_180203-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঝালকাঠিতে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত হয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় এ উপলক্ষ্যে ঝালকাঠির প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টি ঝালকাঠি জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনু প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি, কেন্দ্রীয় সদস্য আলহাজ্জ বজলুর রহমান, সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্জ মাহবুবুর রহমান ও বর্তমান জেলা কমিটির সাধারণ সম্পাদক এড আঃ আলিম, শহর শাখার সভাপতি এ কে বেলায়েত হোসেন ও শহর শাখার সাধারণ সম্পাদক আবু শহিদ।
সভাপতিত্ব করেন, উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন তালুকদার। অন্যান্যদের মধ্যে যুব সংহতির মোঃ ইউনুছ হাওলাদার, স্বেচ্ছাসেবক পার্টির কবির আকন ও শ্রমিক পার্টির আবুল বাসার আদু। বক্তরা বলেন, এরশাদ সরকার উপজেলা পরিষদ প্রবর্তন করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় বিএনপি ব্যতিত আওয়ামীলীগ সরকার এই পদ্ধতি গ্রহণ করেছিলেন। সেদিনের এরশাদ সরকারের এই সিদ্ধান্ত সঠিক এবং সময়পোযুগী ছিল এটাই প্রমানিত হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন