ঝালকাঠিতে ভাস্কর শিল্পীকে কুপিয়েছে মাদকসেবীরা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/Untitled-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ফেসবুকে মাদকসেবীদের বিচরণ নিয়ে স্টাটাস দেওয়ায় ঝালকাঠিতে আতিকুল ইসলাম (৩৮) নামে এক ভাস্কর শিল্পীকে মাদকসেবীরা কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত আতিকুল ইসলাম অভিযোগ করেন, গত ৩০ আগস্ট শহরের আমতলা এলাকায় মাদক বেচাকেনা ও সেবনের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দেন তিনি। এর পরে ওই এলাকায় পুলিশ টহল জোরদার করে। এতে মাদকসেবীরা ক্ষুব্ধ হয়।
গতরাতে (বুধবার রাত ১২টার দিকে) শহরের মিনিপার্ক এলাকা থেকে মোটরসাইকেলে আমতলা সড়কের বাসার সামনে আসলে অজ্ঞাত ব্যক্তিরা অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে স্থানীয়রা।
তিনি দাবি করছেন, ফেসবুকে স্টাটাস দেওয়ায় মাদকসেবীরাই তাঁর ওপর হামলা চালিয়েছে।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, বিষয়টি ভিকটিম নিজেই পুলিশের কাছে জানিয়েছে, অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন