ঝালকাঠিতে মোটর সাইকেল চাপায় শিশু নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/images-5.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঝালকাঠির কাঁঠালিয়ায় মোটরসাইকেলের চাপায় সাইমুন ইসলাম (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার রাত ১০টায় উপজেলার কাঁঠালিয়া-আমুয়া সড়কের ক্লাবঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমুন আউড়া জয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সে জয়খালী গ্রামের কাঠমিস্ত্রি জয়নাল হকের ছেলে।
পুলিশ জানায়, রাতে বাড়ি থেকে বেড় হয়ে বাবার নানা বাড়ি বেড়াতে যাচ্ছিল সাইমুন। পথে ক্লাবঘর এলাকায় একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে প্রথমে আমুয়া স্বাস্থ্য কম্পলেক্সে পরে থানায় নিয়ে যাওয়া হয়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, তবে মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান ওসি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন