ঝালকাঠিতে যুবদলের শোক র্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/Untitled-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদলকর্মী শাওন প্রধান হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে শোক র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহরের টিঅ্যান্ডটি সড়ক থেকে জেলা যুবদলের আহবায়ক শামীম তালুকদারের নেতৃত্বে শোক র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ।
এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক শামীম তালুকদার ও যুগ্ম আহবায়ক রবিউল হোসেন তুহিন। সমাবেশে বক্তারা নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদলকর্মী শাওন প্রধান হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি বর্তমান সরকারের নানা ব্যর্থতার প্রসঙ্গ এনে পদত্যাগ করার দাবি জানান। অন্যথায় সরকার পতন না হওয়া পর্যন্ত যুবদল একেরপর এক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন