ঝালকাঠির কাঠালিয়ায় অস্ত্র ও কার্তুজসহ আন্তঃডাকাত দলের সর্দার গ্রেফতার

ঝালকাঠির কাঠালিয়ার উত্তর চড়াইল গ্রামে শুক্রবার (১৮ মে) গভীর রাতে মকবুল হাওলাদারের বাড়িতে ডাকাতি, অর্থ, স্বর্ণালংকার লুট ও গুলি করে আহত করার ঘটনার সাথে জড়িত আন্তঃডাকাত দলের সর্দার ১৫ মামলার আসামি নান্না হাওলাদারকে (৩৯) গ্রেফতার করা হয়েছে।

ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে কাঠালিয়া থানা পুলিশ বরিশাল র‌্যাব-৮ এর সহযোগীতায় স্থানীয় সাতানী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহৃত একটি দেশিও পাইপগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়।

রোববার (১৯ মে) বিকেল ৩টায় কাঁঠালিয়া থানায় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় ঝালকাঠি সার্কেল (রাজাপুর) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা, কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন সরকার, র‌্যাব-৮ এর ডিএডি সুমন বিশ্বাস উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয় গ্রেফতারকৃত ডাকাত সর্দার নান্না হাওলাদার ভান্ডারিয়া উপজেলার নয়াখালী মাটিভাংগা গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে কাঁঠালিয়া, পিরোজপুরের ভান্ডারিয়া ও রাজাপুরসহ বিভিন্ন থানায় ডাকাতি, খুন ও মাদকসহ ১৫টি মামলা রয়েছে। সে একাধিক গ্রুপ করে বিভিন্ন এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড পরিচলনা করে আসছিলো।