ঝালকাঠির কাঠালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার এবং নারিকেল চারা বিতরণ

ঝালকাঠির কাঠালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

কৃষি প্রণোদনা ও পূর্নবাসন কর্মসূচির আওতায়, ২০২৩-২৪ অর্থ বছরে উফশি আমন ধান ও নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সোমবার (১ জুলাই) সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে, ঘূর্ণিঝড় রেমাল/প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণের উদ্বোধন করা হয়।

কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন এর সভাপতিত্বে এ উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমাদুল হক মনির।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. আব্দুল জলিল মিয়াজী, মহিলা ভাইস চেয়ারম্যান সহিদা আক্তার বিন্দু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখেছেন কাঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম।

এ সময় কাঠালিয়ায় ঘূর্ণিঝড় রেমাল/প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৬ হাজার ৬০০ টি নারিকেল চারা বিতরণ করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।