ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত


ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ কাওসার হোসেন।
এ সময় তিনি তার বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের এ সুন্দর আয়োজন ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ আক্কাস সিকদার, ঝালকাঠি প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আল আমিন তালুকদার, ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ শফিউল আজম টুটুল।
দৈনিক গাউছিয়া পত্রিকার সম্পাদক অলোক সাহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলিমুল ইসলাম আলিম মুন্সি, বাংলাদেশ জামায়েতে ইসলাম কাঠালিয়া উপজেলা শাখার সেক্রেটারী সহকারী অধ্যাপক মোঃ ছাইদুর রহমান প্রমূখ।
দোয়া ও ইফতার অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন