ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে সিনিয়র জেলা ও দায়রা জজকে সংবর্ধনা

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ গোলাম কিবরিয়া আকনকে সংবর্ধনা দিয়েছেন কাঠালিয়া প্রেসক্লাব।

প্রেসক্লাবের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকর ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রেসক্লাবের পক্ষথেকে প্রধান অতিথি মোঃ গোলাম কিবরিয়া আকনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল কালাম হাওলাদার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শহীদুল আলম মোঃ মাছুম বিল্লাহ প্রচার সম্পাদ প্রমূখ।