ঝালকাঠির কাঠালিয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করেছেন উপজেলা মৎস্য অফিস। এ সভায় দেশীয় প্রজাতির মাছ এবং শামূক সংরক্ষন উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে, ৪নং কাঠালিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হক নাহিদ সিকদারের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ, মোঃ আনিছুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা ঝালকাঠি, রিপন কান্তি ঘোষ, আসলাম হোসেন শেখ পরিবীক্ষন ও মূল্যায়ন কর্মকর্তা, দেশীয় প্রজাতির মাছ এবং শামূক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার মৎস্য কর্মকর্তা রুহুল আমিন ও মৎস্যজীবীরা, ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং সাংবাদিকরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন