ঝালকাঠির কাঠালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/11/IMG-20221101-WA0010-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঝালকাঠির কাঠালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে র্যালি ও হাত ধোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে সড়কে র্যালি শেষে হাত ধোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা সহকারী প্রেগ্রামার অতনু কিশোর দাস মুন প্রমূখ।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উক্ত কর্মসূচি পালিত হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন