ঝালকাঠির কাঠালিয়ায় মেধাবী শিক্ষার্থী হিসেবে নাগরিক ফোরামের পক্ষ থেকে সম্মাননা পেলেন সুমাইয়া
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/12/received_1115436025838775-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঝালকাঠি কাঠালিয়া উপজেলার, চেঁচরী রামপুর এম এল মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক শাখার ছাত্রী সুমাইয়া আক্তারকে, মাধ্যমিক পরিক্ষায় জিপিএ-৫ পেয়ে পরিক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাই কাঠালিয়া নাগরিক ফোরামের পক্ষ থেকে সম্মাননা প্রধান করা হয়েছে।
(১২ ডিসেম্বর) সোমবার সকাল ১১ টায় বিদ্যালয়ের সভা কক্ষে এ সম্মাননা প্রধান করেন কাঠালিয়া নাগরিক ফোরামের সভাপতি মোঃ বাদল হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালেয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান এবং সভাপতি হাবিব জোমাদ্দার।
সুমাইয়া বলেন, সম্মাননা পেয়ে আমি খুব আনন্দিত, আমি আমার বাবার স্বপ্ন পুরনের জন্য লেখাপড়া করতেছি। আমার বাবার স্বপ্ন আমাকে এলএলবি পড়াবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমরা অনেক আনন্দিত নাগরিক ফোরামের পক্ষ থেকে এমন মহতী উদ্যোগ নেয়ার জন্য। নাগরিক ফোরামের এই মহোতী কাজে লেখাপড়ায় আরো অনুপ্রেরণা পাবে শিক্ষার্থীরা।
কাঠালিয়া নাগরিক ফোরামের সাভাপতি মোঃ বাদল হাওলাদার বলেন, উপজেলার প্রতিটি বিদ্যালয়ের মেধাবী শিক্ষর্থীদের আমরা সম্মাননা প্রধান করবো।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন