ঝালকাঠির নলছিটিতে ভোটার হতে গিয়ে আটক রোহিঙ্গা যুবক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/NewsPhoto-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঝালকাঠির নলছিটিতে ভোটার তালিকায় নাম উঠাতে গিয়ে নুরুল ইসলাম (২৩) নামের এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম গোলাম মোস্তফা জানান, ওই যুবক উপজেলা নির্বাচন অফিসে এসে কিছু কাগজপত্র জমা দিয়ে তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। তার সঙ্গে কথা বলে এক পর্যায়ে ধারণা হয়, তিনি রোহিঙ্গা। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
আটক নুরুল ইসলাম জানান, রমজান মাসে তিনি উখিয়া ক্যাম্প থেকে বের হন। পরে সাইফুল ইসলাম তোতা নামে একজনের মাধ্যমে নলছিটি উপজেলা নির্বাচন অফিসে ভোটার হতে আসেন তিনি।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, ওই রোহিঙ্গা যুবককে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন