ঝালকাঠির রাজাপুরে পরিত্যক্ত ঘরে মিলল গৃহবধূর গলাকাটা মরদেহ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/08/IMG_20210814_154810.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঝালকাঠির রাজাপুরে বাড়ির পরিত্যক্ত ঘর থেকে বকুল বেগম (৫৫) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার টিএন্ডটি সড়কে একটি বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত বকুল বেগম মৃত আব্দুল হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। বুকুলের ছেলে লিটন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন। তার তিন কন্যা ও দুই ছেলে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল থেকে বকুল বেগমকে কোথায় খুঁজে না পেয়ে বাড়ির একটি পরিত্যক্ত ঘরের তালা খোলা দেখে ভেতরে প্রবেশ করেন স্বজনরা। পরে সেখানে বকুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন