ঝালকাঠীর কাঠালিয়ায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত
ঝালকাঠীর কাঠালিয়ায় সরক দূর্ঘটনায় নিহত এক ও আহত হয়েছে একজন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায়, কাঠালিয়া-আমুয়া মহাসড়কের জোড়াপুল নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মটর সাইকেল যোগে কাঠালিয়া থেকে আমুয়া যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে পাশে থাকা খালে পড়ে যায় মটর সাইকেল ও আরোহী ২ জন।
এসময় একজনের পা ভেঙ্গে যায় ও অপরজনের কাঠালিয়া ফায়ার সার্ভিস কর্মীরা খাল থেকে ২ ঘন্টা পর মৃত্য উদ্ধার করে। আহত ও নিহত দুই জনকেই কাঠালিয়া উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্স এ পাঠানো হয়েছে।
এঘটনায় কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মুরাদ আলী জানান আমি মিটিং এ ছিলাম। আহত এবং নিহত দুজই হাসপাতালে আছে, পুলিশের লোক সেখানে গেছে তবে এখন পর্যন্ত কারও পরিচয় পাইনি। তদন্ত করে আসলে বিস্তারিত জানা যাবে। তবে একটি সূত্র থেকে নিহতের নাম তামিম ও সে এস,এস,সি পরিক্ষার্থী বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন