ঝিনাইদহে ট্রাক উল্টে খাদে, চালক-হেলপার নিহত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে পড়ে চালক ও তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন।
রোববার সকাল ৭টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামের মানিক হোসেনের ছেলে জনি হোসেন (৩৩)। তবে হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার শামছুর রহমান জানান, খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুটি লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে। ট্রাকটি উপরে তোলার চেষ্টা চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন