টঙ্গীতে জুবায়েরপন্থীদের বিক্ষোভ, তীব্র যানজট
বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের উপর তাবলিগের সা’দপন্থীদের হামলার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে মাওলানা জুবায়েরপন্থী মুসল্লিরা।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমার নামজের পর থেকে টঙ্গীর বিভিন্ন মসজিদ মাদরাসা থেকে হাজার হাজার মুসল্লি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে। তারা টঙ্গী স্টেশন রোড থেকে কলেজ গেট পর্যন্ত তিন কিলোমিটার সড়কে অবস্থান নেয়। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে হয়ে যায়।
বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল করতে করতে স্টেশন রোড থেকে কলেজ গেট পর্যন্ত আসে। বিক্ষোভে অংশ নেয়া হাজার হাজার মুসল্লি কলেজ গেট এলাকায় এসে পৌঁছে সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তারা ইজতেমা ময়দানে হামলার ঘটনায় সা’দপন্থীদের বিচার দাবি করেন।
এদিকে মুসল্লিদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সকাল থেকে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টঙ্গী এলাকায় সতর্ক অবস্থানে ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে মুসল্লিরা মিছিল নিয়ে টঙ্গী স্টেশন রোডে গিয়ে তাদের কর্মসূচি সমাপ্ত করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন