টঙ্গী ইজতেমা মাঠে কিশোরগঞ্জের একজন নিহত
ঢাকা টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে জায়গা দখল নিয়ে সংঘর্ষে ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা ইউনিয়ন এর খামা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমিরুল ইসলাম বাচ্চু (৫৭), নিহত হয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ব ইজতেমা ঢাকা টঙ্গীর মাঠে ভোররাতে “মাওলানা সাদ এবং জোবায়ের পন্থী” এই গ্রুপের মধ্যে জায়গা দখল নিয়ে সংঘর্ষ শুরু হয়। এবং ঘটনা স্থলে তিন জন নিহত হন, নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা ইউনিয়ন এর খামা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমিরুল ইসলাম বাচ্চু (৫৭), ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল (৬০) বগুড়ার তাজুল ইসলাম (৭০)।
নিহত আমিনুল ইসলাম বাচ্চুর লাশ সুরুতহাল তৈরি করে ময়নাতদন্ত শেষে ঢাকা হতে পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।
জানা যায়, গত ২৭ নভেম্বর তাবলীগের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় পরবর্তীতে মারকাস মসজিদ হতে বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে রওনা করেন এবং সেখানে ভোর রাতে আনুমানিক ০৩ ঘটিকায় মাওলানা সাদ এবং জুবায়ের পন্থীদের সাথে গাজীপুর টঙ্গীর ইজতেমার জায়গা দখলকে কেন্দ্র করে ইট পাটকেল নিক্ষেপে নিহত হন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০১২ সালে অবসরে আসার পর খামা গ্রামের তাবলীগের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। কিশোরগঞ্জ ষোলাকিয়া ঈদগা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং কিশোরগঞ্জ মারকাস মসজিদের কবরস্থানে দাফন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন