টস জিতল উইন্ডিজ, ব্যাটিংয়ে দঃ আফ্রিকা
দ্বাদশ বিশ্বকাপের ১৫তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি উইন্ডিজ। সোমবার (১০ জুন) সাউদ্যাম্পটনে ক্যারিবীয়দের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে দুই দলের ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস ওয়ান এশিয়া।
এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত জয় পায়নি দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দিয়ে তাদের হারের শুরু। স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১০৪ রানে হারের পর হেরেই চলেছে প্রোটিয়ারা। হারের বৃত্তে যেন আটকে গেছে অধিনায়ক ফাফ ডু প্লেসিসের দল। ব্যাটিং ভালো করেও হার মেনেছে টাইগারদের কাছে। আর ভারতের কাছে তো একরকম পাত্তাই পায়নি তারা।
টানা তিন ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকা আছে ক্রিকেট দুনিয়ার সব চেয়ে মর্যাদাকর আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কায়। আজ সোমবার সাউদ্যাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে করেই হোক জয় চায় আফ্রিকানরা। এবারের আসরে প্রথম জয় পেতে মরিয়া হয়ে মাঠে নামবে প্লেসিরা।
পাকিস্তানের বিপক্ষে জয়ের পর ক্যারিবিয়ানরা হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে। আত্মবিশ্বাসটা ঝালিয়ে নিতে জয় চাই জেসন হোল্ডারদেরও। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততে যে হচ্ছেই!
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন