টস জিতে ব্যাটিংয়ে খুলনা
পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিন নম্বরে খুলনা টাইটান্স। শীর্ষস্থানটা ভালভাবেই দখল করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হাতে ম্যাচও আছে দুটি। আজ হারলেও শীর্ষেই থাকবে তারা। শেষ চারে বাকী তিন দলেরই (ঢাকা, খুলনা, রংপুর) লক্ষ্য এখন দুই নম্বর স্থান নিশ্চিত করা। সেই লক্ষ্যেই আজ কুমিল্লার বিপক্ষে মাঠে নেমেছে খুলনা টাইটান্স। সেদিক থেকে কুমিল্লার চেয়ে ম্যাচটি খুলনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে প্রথমে ফিল্ডিং করবে তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এর আগে এই দুই দলের প্রথম দেখায় খুলনা টাইটান্সকে এক প্রকার উড়িয়েই দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খুলনার ১১১ রানের জবাবে কুমিল্লা ৩৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। পায় ৯ উইকেটের ব্যবধানে বিশাল জয়।
সেদিনের সুখস্মৃতি অবশ্যই কুমিল্লাকে এগিয়ে রাখবে এই ম্যাচে। তার ওপর পয়েন্ট টেবিলের কারণেও এগিয়ে থাকবে তার। আর খুলনার জন্য প্রতিশোধের ম্যাচ। খুলনার দ্বিতীয় স্থানে যেতে হলে এই ম্যাচ জয়ের কোন বিকল্পও নেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন