টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক ফজলে রাব্বীর
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
রোববার দুপুর আড়াইটায় মাঠে গড়াবে দুই দলের ম্যাচ। বেলা দুইটায় অনুষ্ঠিত টসে জয় লাভ করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এই ম্যাচে অভিষেক হচ্ছে ফজলে রাব্বীর। সাকিব আল হাসানের ইনজুরির কারণে এই সিরিজেই প্রথমবারের মতো দলে ডাক পান তিনি।
একাদশে রয়েছেন বেশ কিছুদিন পর দলে ফেলা অলরাউন্ডার সাইফউদ্দিনও। লিটন দাশের সঙ্গে ওপেনার হিসেবে রয়েছেন ইমরুল কায়েস। এশিয়া কাপের মাঝ পথে দলে ডাক পেলেও মিডল অর্ডারে খেলানো হয় তাকে।
জ্বরের কারণে পুরোপুরি ফিট হতে পারেননি বলে এম্যাচে আগে থেকেই অনিশ্চিত ছিলেন রুবেল হোসেন। বাংলাদেশ একাদশে তাই নেই তিনি। পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন রয়েছেন তাই দুজন স্পেশালিষ্ট সিমার নিয়ে খেলছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে রয়েছেন মোস্তাফিজুর রহমান।
স্পিন বোলিং আক্রমণে মেহেদী হাসান মিরাজের সঙ্গে নাজমুল ইসলাম অপু। মোট ছয় জন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে খেলছে বাংলাদেশ।
পরিসংখ্যান বলছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে এখন পর্যন্ত ৬৯ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জিতেছে ৪১ ম্যাচে। ২৮টিতে জয় জিম্বাবুয়ের।
সাম্প্রতিক পারফরম্যান্সেও বাংলাদেশ ঢের এগিয়ে। তবে বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের চ্যালেঞ্জ নিচ্ছে জিম্বাবুয়ে। বাংলাদেশের চ্যালেঞ্জ সাকিব-তামিমকে ছাড়া খেলার চ্যালেঞ্জ।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বী, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, মেদেহী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন