টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়ের পর এবার ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি জয়ের মিশন। সিলেটেই শেষ হয়েছিল ওয়ানডে সিরিজ। সেখান থেকেই শুরু হতে যাচ্ছে সংক্ষিপ্ততম সংস্করণের সিরিজ। প্রথম ম্যাচেই সিলেটের লাক্কাতুরায় টস জিতলেন সাবিক আল হাসান এবং টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শিশির সমস্যার কারণে সিলেটের টি-টোয়েন্টি ম্যাচটির সময় ২ ঘণ্টা এগিয়ে আনা হয়। যে কারণে বেলা আড়াইটার পরিবর্তে ম্যাচ শুরু হচ্ছে দুপুর সাড়ে ১২টায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন