টানা বর্ষণে মোবাইল গ্রাহক সেবা বিঘ্নিত
বৈরী আবহাওয়ার কারণে দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। এতে দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বৈদ্যুতিক গোলযোগ। যার প্রভাব পড়েছে মোবাইল নেটওয়ার্কে। ইতোমধ্যে বাংলালিঙ্কসহ কয়েকটি মোবাইল অপারেটর সাময়কি এ অসুবিধা উল্লেখ করে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
বাংলালিঙ্ক গ্রাহকদের কাছে পাঠানো এসএমএসে জানিয়েছে, ‘দেশব্যপী প্রাকৃতিক দুর্যোগ এবং কিছু এলাকায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ না থাকায় নেটওয়ার্ক সেবা ব্যহত হচ্ছে। আমরা নিরবচ্ছিন্ন সংযোগ প্রদানে সচেষ্ট এবং সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত’।
এ বিষয়ে গ্রামীণফোনের হেড অফ এক্সটারনাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল বলেন, আমরা এখন পর্যন্ত সমস্যাগ্রস্থ এলাকায় জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখার চেষ্টা করছি। তবে কিছুটা সমস্যা হতে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, টানা বর্ষণে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রামসহ বেশ কিছু জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার সঙ্গে মোবাইল নেটওয়ার্কে বিপর্যয় নেমে আসে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন