টানা ৩০ ঘণ্টা অনশনে জবি শিক্ষার্থীরা

কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপসহ তিন দফা দাবিতে টানা ৩০ ঘণ্টা অনশনে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের
৫ শিক্ষার্থী।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এই কর্মসূচি বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত ৩০ ঘণ্টা অতিক্রম করেছে। তবে এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে অনশনে অংশ নিয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ফয়সাল মুরাদ (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ও ফেরদৌস শেখ (২০২০-২১ শিক্ষাবর্ষ), বোটানি বিভাগের এ কে এম রাকিব (২০১৭-১৮), ইতিহাস বিভাগের শাহিন মিয়া (২০২০-২১) এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অপু মুন্সি (২০২২-২৩)। তারা শাখা ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ।
অনশনে থাকা এ কে এম রাকিব বলেন,
“আমরা তিন দফা দাবিতে অনশন করছি। প্রশাসন এখনো আমাদের দাবিগুলো বাস্তবায়নে কোনো সুনির্দিষ্ট আশ্বাস দেয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে।”
ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন,
“জকসু নির্বাচনের বিষয়ে প্রশাসন কোনো রোডম্যাপ দেয়নি। রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।”
বুধবার বিকেলে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের স্যালাইন দেওয়া হয়। এ সময় শাখা ছাত্রদল, শিবির, আপ বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অনশনে সংহতি প্রকাশ করেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
১. সম্পূরক বৃত্তি কার্যকর হওয়ার সময়সীমা ঘোষণা।
২. জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ।
৩. ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে উন্নত সুবিধা ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন,
“শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তাদের কল্যাণে যা প্রয়োজন, তা করা হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন