টিএসসিতে ছাত্রলীগের দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রায় হাজার খানেক নেতাকর্মীকে লাঠিসোটা, রড, হকস্টিক, রামদা, কিরিসসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।
রায় পরবর্তীতে সংগঠনটির নেতাকর্মীরা টিএসসির সড়কদ্বীপে স্লোগানে স্লোগানে মুখর করছে চারদিক। বিএনপি ও তাদের ছাত্র সংগঠন ছাত্রদল ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন আশঙ্কায় তারা সেখানে অবস্থান নেয়। ছাত্রলীগের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতাদের নেতৃত্বে তারা এ অবস্থান নেয়।
এ সময় তাদের চোরের মা খালেদা, জেলে কেন যাবে না; দুর্নীতিবাজের আস্তানা, এ বাংলায় হবে না; চোরের রানি চোরের মা, জেলে কেন যাবে না; শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাইসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এছাড়াও বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক ছাত্রলীগের মিছিলে যোগ দিতে নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। বিজয় একাত্তর হলের প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে ঝামেলা হতে পারে ধারণা করে বের হতে চাইনি। তবুও নেতারা জোরপূর্বক নিয়ে এসেছেন।
এদিকে ক্যাম্পাসে ছাত্রলীগের এমন অবস্থান ও ছাত্রদলের নাশকতার ভয়ে আতঙ্ক বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। যেকোন ধরনের নাশকতা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, শাহবাগ এলাকায় টহল দিতে দেখা গেছে।
এর আগে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধুর ক্যান্টিন, ভিসি চত্তর, টিএসসি, পলাশীর, নীলক্ষেত মোড়, আনন্দ বাজার, দোয়েল চত্তর, শাহবাগ, শহীদ মিনার, চানখারপুলে ছাত্রলীগের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হলের নেতাকর্মীরা অবস্থান করছেন। মাঝে মাঝে মিছিল করতে দেখা যাচ্ছে তাদের। এর আগে গত কয়েকদিন ধরেই ক্যাম্পাসে বিভিন্নস্থানে বিক্ষোভ করছে ছাত্রলীগ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন