টিকটক ভিডিও বানাতে গিয়ে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/06/20230611_062418-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা-মহিপুর সড়কে টিকটক ভিডিও বানানোর সময় দুই বন্ধু ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১০ জুন) রাত ১১ টায় কাকিনা- গঙ্গাচড়া শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালমনিরহাটের কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সাহিদুল মিয়ার ছেলে ওয়াজেদ আলী (১৮) ও একই গ্রামের আজির আলীর ছেলে শাহা আলম (১৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে তিন বন্ধু তিস্তা সেতুতে চলন্ত মোটরসাইকেলে টিকটক করতে থাকেন। এ সময় রংপুর থেকে বুড়িমারী যাওয়ার পথে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়েন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজন মারা যান। অপর যুবক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
কালীগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন