টিকটক ভিডিও বানাতে গিয়ে তরুণীর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2019/07/tiktok-20190714122207.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
টিকটক ভিডিও বানাতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছেন ২০ বছর বয়সী এক তরুণী। ভারতের কর্ণাটক থেকে ১০ কিলোমিটার দূরে ভাদাগেরি এলাকায় এ ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, মারা যাওয়া মালা দুই মাস আগে অনার্স ফাইনাল পরীক্ষা সম্পন্ন করে। দরিদ্র পরিবারের এ তরুণী চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
পরিবার সূত্রে পুলিশ জানায়, ভিডিও বানানোর চীনা অ্যাপস টিকটকে আসক্ত ছিলেন মালা। একটি সিনেমার দৃশ্যের অনুকরণে টিকটকে ভিডিও বানাতে গিয়ে তিনি পুকুরে পড়ে যান।
স্থানীয় পুলিশ কর্মকর্তা এসআর জগদীশ জানান, শুক্রবার রাতে মালাকে কবর দেয় তার পরিবার। পুলিশ এ খবর পেয়ে তার লাশ তুলে ময়নাতদন্তের জন্য পাঠায়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন