টিকটিকি ডাকলে সত্যি কী কথা ফলে যায়?
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/02/Common_House_Gecko_with_open_mouth_in_Laos.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আপনি কোন একটি বিষয়ে ধারনা করছে অথবা সম্ভাবনা বা সমস্যার বিষয় নিয়ে কথা বলছেন। আর এমন সময় আপনার ঘরে থাকা টিকটিকি ‘টিকটিক’ শব্দ করে উঠলো। তাতেই কি আপনি বুছে নিবেন যা ধারনা করছেন তা সত্য? তবে মজার বিষয় হলো অনেকেই টিকটিকি ডেকে উঠলে তা সত্যি হবে বলেও মনে করেন৷ কিন্তু টিকটিকি নিয়ে এত সব ব্যাখ্যা কেন? কোনওদিন ভেবে দেখেছেন কি টিকটিকির ডাক নিয়ে এত হইচই কিসের?
মনে করা হয়, পূর্বে খনা নাম এক সত্যবাদী মহিলা ছিলেন৷ তিনি জ্যোতিষ গণনা করে যা বলতেন তাই নাকি সত্যি প্রমাণিত হত৷ এই খনার শ্বশুর এই জন্যই তার জিভ কেটে দিয়েছিলেন বলে শোনা যায়৷ আর জিভের সেই কাটা অংশ নাকি খেয়ে ফেলেছিল টিকটিকি৷
তাই মনে করা হয় টিকটিকির ডাক শুনলে তা শুভ৷ সে সময় কোনও কথা বললে তা সত্যি প্রমাণিত হওয়ারও সম্ভাবনা থাকে৷ তবে এই ধারনার বাস্তবতায় যথেষ্ট প্রমাণের ঘাটতি রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন