টিপুর স্ত্রীর জন্য গণভবনের সামনে অবস্থান
মনোনয়ন ইস্যুতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সামনে অবস্থান নিয়েছেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সহস্রাধিক মানুষ।
শুক্রবার সকাল থেকে যশোরের এসব বাসিন্দারা অবস্থান নেন। তারা যশোর-৫ আসনে প্রয়াত এমপি খান টিপু সুলতানের স্ত্রী ডা. জেসমিন আরাকে মনোনয়ন দেয়ার দাবি জানাচ্ছেন।
সুকান্ত ঘোষ টপি নামে এক আন্দোলনকারী বলেন, ‘দেড় হাজার মানুষ সকাল থেকে অবস্থান নিয়েছি। আমরা যশোর- ৫ আসনে ডা. জেসমিন আরাকে নৌকার প্রার্থী হিসেবে চাই।’
তিনি বলেন, ‘জেলার সংখ্যালঘুদের সুযোগ-সুবিধা দেখেন এবং বিপদ-আপদে পাশে থাকেন ডা. জেসমিন আরা। কিন্তু, বর্তমান এমপি স্বপন ভট্টাচার্য বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাত করে রাজনীতি করেন। আমাদের কোনো সহযোগিতা করেন না। এজন্য আমরা নেত্রীর কাছে স্বপন ভট্টাচার্যকে মনোনয়ন না দেয়ার দাবি জানিয়েছি।’
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত এখানে অবস্থান করবেন বলেও জানান টপি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন