টিভিতে তালেবানদের সাক্ষাৎকারও নিচ্ছেন নারীরা

তালেবান ক্ষমতায় এলে নারীদের ঘরে ঢুকিয়ে দেয়া হবে। তারা চাকরি করতে পারবেন না। নারীদের গৃহবন্দি জীবনযাপন করতে হবে। এমনসব প্রচারণা ছিল। তবে এসব ধারণা ভুল প্রমাণিত হয়েছে। তালেবান কট্টর ইসলামপন্থী সংগঠন হওয়া সত্ত্বেও তারা এতদিনে রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে বেশ নমনীয় হয়েছে। রোববার আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণে নেয়ার পর দেশটির টেলিভিশনে এখনো নারীরা সংবাদ উপস্থাপন করছেন। নারী সাংবাদিকের সাথে টেলিভিশনে সাক্ষাৎকারও দিচ্ছেন তালেবান নেতারা।

বিবিসির খবরে বলা হয়, আফগানিস্তানের অন্যতম প্রধান একটি সংবাদমাধ্যম টোলো নিউজের খবরে একজন নারী সংবাদ পাঠকদের উপস্থিতি দেখা গেছে। রোববার তালেবান কাবুলের নিয়ন্ত্রণে নেয়ার পর টোলো নিউজের সংবাদ বিভাগের প্রধান মিরাক পোপাল একটি টুইট করেছেন যেখানে দেখা যাচ্ছে, একজন নারী উপস্থাপিকা তালেবান মিডিয়া টিমের একজন সদস্যের সাক্ষাৎকার নিচ্ছেন।

তিনি আরেকটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে হিজাব পরে একজন নারী কর্মী সংবাদকক্ষের সকালের মিটিংয়ে অংশ নিচ্ছেন।

সূত্র : বিবিসি