টিভির অনুষ্ঠান দেখে মায়ের খোঁজ পেলেন ছেলে

মানসিক ভারসাম্যহীন অবস্থায় নিখোঁজ হয়ে ছিলেন ৭৬ বছরের বৃদ্ধা। বহু চেষ্টা করেও খোঁজ মেলেনি। মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে আসার সময় হারিয়ে যান তিনি। অবশেষে দুই বছর পর হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেলেন ছেলে। সৌজন্যে টিভির অনুষ্ঠান।

মেয়ের বাড়ি থেকে সানথাম্মা কখন বেরিয়ে যান টের পাননি কেউ। পরে বহু খোঁজাখুঁজি করা হয় কিন্তু, সানথাম্মার কোনও খোঁজ মেলেনি। থানায় গিয়ে নিঁখোজের ডায়েরিও করেছিলেন ছেলে। তবে পুলিশ তার কোনও সন্ধান এনে দিতে পারেনি।

কিছুদিন আগে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের আবাসিকদের নিয়ে ক্রিশমাস উদযাপন করছিল। সেই ঘটনা স্থানীয় একটি টিভি চ্যানেল লাইভ দেখায়। সেই সময় সানথাম্মার ছেলেও অনুষ্ঠানটি দেখছিলেন। মাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে চিনে নেন ছেলে। পরে ওই স্থানীয় টিভি চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ও সেখানে গিয়ে মায়ের সঙ্গে দেখা হয় তার।

দীর্ঘ দু’বছর পর তাকে ফিরে পেয়ে খুশি ভারতের কেরালার সানথাম্মার পরিবার। বৃদ্ধা সানথাম্মাও বেশ খুশি।