‘টিভি আর বাস্তবের ট্রাম্প এক নয়’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, টেলিভিশনে যে ডোনাল্ড ট্রাম্পকে দেখা যায় তার সঙ্গে বাস্তবের ট্রাম্পের কোনো মিল নেই। শনিবার জার্মানির হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেছেন পুতিন।
পুতিন বলেন, ‘আপনারা টেলিভিশনে যে ট্রাম্পকে দেখেন, বাস্তবের ট্রাম্প তার চেয়ে অনেক ভিন্ন। কার সঙ্গে কথা বলছেন সেটা তিনি পুরোপুরিই বুঝতে পারেন এবং দ্রুত জবাব দেন। আমি মনে করে তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে।’
শুক্রবারের দ্বিপক্ষীয় বৈঠক সম্পর্কে শনিবার রুশ প্রেসিডেন্ট বলেন, ‘গতকালের (শুক্রবারের) বৈঠকের মতো করে যদি আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাই তাহলে দু’দেশের মধ্যে আংশিকভাবে হলেও প্রয়োজনীয় সহযোগিতা প্রতিষ্ঠিত হতে পারে।’
বৈঠকে আমেরিকার গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের বিষয়টি তুলেছিলেন ট্রাম্প।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ট্রাম্প এ ব্যাপারে অনেক প্রশ্ন করেছেন এবং আামি তার জবাব দিয়েছি। আমার কাছে মনে হয়েছে তিনি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আমার উত্তর গ্রহণ করেছেন।’
পুতিন বলেন, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে, ওই নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল।
২০১৬ সালের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করে রাশিয়া ডোনাল্ড ট্রাম্পর্কে প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন