টি-টোয়েন্টি বেশি পছন্দ করেন মোস্তাফিজ
বেশিরভাগ ক্রিকেটারের পছন্দের সংস্করণ টেস্ট ক্রিকেট। তবে লাল বলের চেয়ে সাদা বলের ক্রিকেট বেশি উপভোগ করেন মোস্তাফিজুর রহমান। বিশেষ করে টি-টোয়েন্টি খেলতেই বেশ পছন্দ করেন এই টাইগার পেসার। বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে অবস্থান করছেন মোস্তাফিজ। বিসিবির প্রকাশিত এক ভিডিওতে টি-টোয়েন্টি নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন এই বাঁহাতি পেসার।
মোস্তাফিজ বলেন, ‘ভালো লাগার প্রসঙ্গ এলে আমি টি-টোয়েন্টিটা খুব পছন্দ করি। এই সংস্করণে চাপ বেশি। এ কারণেই মনে হয় আমার ভালো লাগে। আমি চাপটা অনেক উপভোগ করি।’
দেশের হয়ে খেলেই বেশি গর্ব অনুভব করেন উল্লেখ করে এই টাইগার পেসার আরও বলেন, ‘দেশের হয়ে খেলা তো একটা গৌরবের বিষয়। আমি সব সময় দেশের হয়ে খেলাটা উপভোগ করি। আমার মনে হয় যখন কোনো বড় টুর্নামেন্ট হয়, কোনো বড় ট্রফি জেতে, তখন বড় খেলোয়াড় বলা হয়। এই আক্ষেপ তো সব সময় রয়েই গেছে।’
সারা বিশ্বে ফিজ নামে বেশি পরিচিত মোস্তাফিজ। এই নামকরণের পেছনের গল্প বলেছেন তিনি। অনুশীলনের সময় হোয়াইট বোর্ডে কোচদের নাম লেখার সুবিধার্থেই তার নাম হয়ে যায় ফিজ। তিনি বলেন, ‘আমাদের যে বোর্ডটা আছে ফিল্ডিং সেশন, বোলিং সেশনের বিষয় লেখা থাকে। ওই বোর্ডে যদি পুরো নাম লেখে, তাহলে অনেক বড় হয়ে যায়। এ কারণে লেখে ফিজ। প্রথম দিন আমি বুঝিনি। ভেবেছি এটা কে। তারপর আমাকে বলেছে, এটা তুমি। এরপর থেকেই, এরপর আমি আইপিএলে খেলতে গিয়েছিলাম ২০১৬ সালে। ওখানেও ফিজ নামটা জনপ্রিয় হয়ে গেছে। এরপর থেকেই চলছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন