টুইটারে ঈদের শুভেচ্ছা জানালেন খালেদা
শাওয়াল মাসের চাঁদ আকাশে উদিত হওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলকে টুইটের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা যাওয়ার পরে এ নিয়ে টুইট করেন বেগম জিয়া।
টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘সকলকে আন্তরিক ঈদ মুবারাক। আল্লাহ্ সবখানে সকলকে শান্তি ও সমৃদ্ধি দিন-এই দোয়া রইল। বাংলাদেশ জিন্দাবাদ।’
এদিকে প্রতিবছরের ন্যায় এবারও ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন সাবেক এই প্রধানমন্ত্রী। সোমবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
বিএনপি নেত্রী এদিন কূটনীতিক, বিশিষ্ট নাগরিক, দলীয় নেকাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
তিনি জানান, ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন খালেদা জিয়া।
সবশেষে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বনানীস্থ সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে নিজ বাসভবনে ফিরে যাবেন বলেও জানান শায়রুল কবির খান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন